দেখুন ইতিহাসের ভয়ংকর কিছু সড়ক দূর্ঘটনা ( ভিডিও )
বিজ্ঞানের ক্রমোন্নতির ফলে পৃথিবী এগিয়ে যাচ্ছে দ্রুত। মানুষের গতিও বেড়েছে হাজার গুন। এক সময়ের নৌকা, ঘোড়া, গরুর গাড়ির দখল নিয়েছে বাই সাইকেল, মোটর সাইকেল, মোটর গাড়ি, ট্রেন, জাহাজ, এরোপ্লেন। এগুলো মানুষের জীবনকে যেমন সহজ করেছে তেমনি প্রতিবছর হাজার হাজার তাজা প্রান ঝরে যাচ্ছে সড়ক দূর্ঘটনায়। সহস্র পরিবার হারাচ্ছে তাদের আপনজন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকেও। একটি সড়ক দূর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। সড়ক দূর্ঘটনায় যেমন মানুষ নিহত হয় তেমনি আহত হয়ে অনেকে পঙ্গুত্ব বরন করে।
সড়ক দূর্ঘটনার মূল কারন অসতর্কতা। এর পর আছে আইনের সঠিক প্রয়োগের অভাব, যন্ত্রচালিত যানবাহনের যান্ত্রিক ত্রুটি প্রভৃতি। যন্ত্রচালিত যান চালাতে হলে নানা পরীক্ষা দিয়ে পাশ করে মানুষ লাইসেন্স পায়। কিন্তু আমাদের দেশের মত অনেক দেশে দূর্নীতির মাধ্যমে অযোগ্যরাও লাইসেন্স পেয়ে যায় সহজে।
নীচে কিছু ভিডিও শেয়ার করা হল যেখানে আপনি দেখতে পাবেন ইতিহাসের কিছু ভয়ংকর সড়ক দূর্ঘটনা। কয়েকটি দেখে আপনার যেমন ব্যাথায় মন কেঁদে উঠবে আবার কয়েকটিতে নিজের অজান্তেই হেসে ফেলবেন মানুষের বোকামি দেখে। তবে সবার কাছে অনুরোধ রাস্তায় চলার সময় সতর্ক থাকবেন।
রাস্তার বাঁকগুলোতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয়। অনেক জায়গায় ভৌগলিক কারনে রাস্তাগুলো পাহাড় দিয়ে বেষ্টিত থাকে। সেখানে বাঁকগুলোও খুব মারাত্মক হয়
নীচের ভিডিওগুলোতে দেখানো হয়েছে বিভিন্ন সময়ে সিসিটিভিতে, মানুষের মোবাইলে বা গাড়ীতে লাগানো ক্যামেরায় ধারন করা ভিডিও
https://www.youtube.com/watch?v=xKDq1gk7DI8
https://www.youtube.com/watch?v=_CJZVTywdp0
https://www.youtube.com/watch?v=SiHp7V8JESs
মন্তব্য চালু নেই