দৃষ্টিহীনের ক্যামেরায় ক্যাটরিনা

দৃষ্টিহীন হলেও, অনেকেই ক্যামেরায় ছবি তোলার মতো সুক্ষ কাজও করতে পারেন। তাই বলে ক্যাটরিনার মতো কোনো তারকা সেই ক্যামেরায় ধরা দিবেন তা প্রায় অসম্ভব। তবে এমন কঠিন কাজটিই করে দেখিয়েছেন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ভবেশ পাটেল।

মূলত একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ছবি তোলার সুযোগ পেয়েছিলেন দৃষ্টিহীন ভবেশ। তবে বিজ্ঞাপনটির ভাবনার সঙ্গে মিলে গিয়েছিল ভবেশের কাজের ধরণও৷ ক্যাটরিনা শ্যুটিং ফ্লোরে প্রবেশ মাত্রই পারফিউমের গন্ধকে অনুসরণ করে ছবি তোলা শুরু করেন তিনি। শ্যুটিং শেষে ভবেশের তোলা ছবি দেখে ইউনিটের সবাই তো অবাক। সবার মতো ক্যাটরিনাও অবাক হয়ে জানতে চান এর রহস্য কি?

এদিকে জন্মান্ধ ভবেশ জানান, ফুল না দেখলেও, শুধু গন্ধ শুঁকে ফুলের নাম বা অবস্থান নির্ণয় করার মতো তিনি ক্যাটরিনার ছবিও তোলেছেন।



মন্তব্য চালু নেই