দূর্নীতির আখড়া মোবাইল ফোন কম্পানি

বাংলাদেশে যতো ব্যবসা আছে তারমধ্যে সবচেয়ে দ্রুত বিকাশ লাভ করেছে মোবাইল ব্যবসা । আর এই দ্রুত বিকশিত হওয়ার সময় মোবাইল ফোন কম্পানিগুলো সবার চোখের সামনে দূর্নীতি করেছে যা কারো চোখে পরেনি ।তারপরেও বলবো আমাদের কপাল ভালো ।কারণ বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তাদের দূর্নীতির মধ্যে বড় দূর্নীতি ভূয়া সিম রেজিস্ট্রেশন বন্ধ করার উদ্যোগ নিয়েছে । এবং পুরাতন সিম গুলো পুনরায় রেজিস্ট্রেশন করার উদ্যোগ নিয়েছে । যার জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে অনেক প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করতে হচ্ছে । এই জন্য বাংলাদেশ সকল সাধারণ জনগণের পক্ষ থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি । আসলে এই ভূয়া সিম রেজিস্ট্রেশন এর পিছনে দেশের সকল সিম কম্পানি জড়িত । তারা বিভিন্ন কমিশনের প্রলোভোন ও বিভিন্ন প্রকার চাপ দিয়ে এই সিম বিক্রয় করতো । যার ফলে রিটেইলারদেক ব্যবসা টিকে রাখার স্বার্থে সিম গুলো ভূয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে বিক্রয় করতো । কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকারের এত সৎ ইচ্ছা থাকার পরেও কম্পানিরা তাদের সেই অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে । যার মূল হাতিয়ার রিটেইলার । যাদের উপর বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। না হয় বিভিন্ন প্রলোভোন দেখানো হচ্ছে । তাই মাননীয় মন্ত্রীর কাছে আকুল আবেদন আপনি এইসকল বিষয়ে শক্ত পদক্ষেপ গ্রহণ করবেন । যেনো কোনো ভাবেই তারা এই অসাধু উদ্দেশ্য হাসিল করতে না পারে ।

লেখক

তানভীর আহম্মেদ
(প্রভাষক, পদার্থবিজ্ঞান)
আবাদপুকুর মহাবিদ্যালয়
রাণীনগর, নওগাঁ

 

বিঃদ্রঃ এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। আওয়ার নিউজ বিডি এবং আওয়ার নিউজ বিডি’র সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।



মন্তব্য চালু নেই