দু-দফা ভূমিকম্পে কাঁপলো গোটা দেশ (ভিডিও)
দেশ জুড়ে আবারো ভুমিকম্প অনুভূত হয়েছে। আধা ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পের ঘটনা ঘটে। প্রথম দফায় দুপুর ১টা ৭ মিনিটে এবং দ্বিতীয় দফায় ১টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
মঙ্গলবার দুপুর দুপুর ১টা ৭ মিনিটে প্রথম দফায় ৭ দশমিক ৪ মাত্রায় কম্পন অনূভূত হয়। স্থায়ী হয় হয়ে প্রায় দুই থেকে তিন মিনিট। দ্বিতীয় দফায় এক মিনিট স্থায়ী ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই রাজধানীর অফিসগুলো থেকে লোকজন নেমে যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়।
নাটোরের গুরুদাসপুর থেকে একজন পাঠক ফোন করে জানান, এবারে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। আশেপাশের ঘরবাড়িগুলো যেন দুলছিল। মনে হচ্ছিল এখনি ভেঙে পড়বে।
এদিকে লালমনিরগহাট থেকে আরেক পাঠক জানান, সেখানেও বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চট্টগ্রাম থেকে অন্য আরেকজন পাঠক ফোন করে জানান, এবারের ভূমিকম্পে চট্টগ্রামের সব বিল্ডিং কেঁপে ওঠে।
অন্যদিকে আবহাওয়া অফিস ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এবারে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল নেপালের কাঠমান্ডু থেকে ৮৩ কিলোমিটার পূর্বে চীন সীমান্তের কাছাকাছি। পাশাপাশি নয়াদিল্লিসহ ভারতের অনেক রাজ্যে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
এবিপি আনন্দের স্টুডিওয় ভূমিকম্পের ছবি
ভূমিকম্পে ভারতের নারকেলডাঙার ট্যাঙ্ক থেকে উপচে পড়ল জল
মন্তব্য চালু নেই