‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির লাভের টাকা যাবে পদ্মা সেতু নির্মাণে

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি যদি লাভের মুখ দেখে তবে ওই লভ্যাংশ দু’ভাগ করা হবে। এর একটি অংশ দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজে। অন্য অংশটি প্রতিবন্ধী, অসহায় মানুষদের সাহায্যে ব্যয় করা হবে।

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির মহরত অনুষ্ঠানে এসব কথা বলেন এই ছবির প্রযোজক নাদির খান। বৃহস্পতিবার মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রযোজক নাদির খান বলেন, ‘এখন চলচ্চিত্র প্রযোজনা করা অনেক ঝুঁকির ব্যাপার। তারপর সঠিকভাবে মার্কেটিং করতে পারলে, ভালো গল্পের ছবি বানাতে পারলে অবশ্যই ছবিতে বিনিয়োগ করা টাকা উঠে আসবে।’

তিনি বলেন, ‘আমি ভালো-মন্দ বিচার করে দুলাভাই জিন্দাবাদ ছবিটি প্রযোজনা করছি। আশা করছি এই ছবিটি ব্যবসায়ীকভাবে সফল হবে।’

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ডিপজল, মৌসুমি, বাপ্পি, মিম, আহমেদ শরীফ, দিলারা ইসায়মিন, অমিত হাসান, অরুণা বিশ্বাস, নাদির খান, ইলিয়াস কোবর প্রমুখ।

ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। রাজেস ফিল্মস পরিবেশিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটির শুটিং শুরু হয়েছে আজ শুক্রবার।



মন্তব্য চালু নেই