দুর্ভোগ বুঝতে বাসযাত্রী হলেন ওবায়দুল কাদের
বিদেশে নয় দেশেই। দুর্ভোগ বুঝতে এবার বাসযাত্রী হলেন মন্ত্রী ওবায়দুল কাদের। গত ১২ মার্চ দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে বিআরটিএ-এর মোবাইল কোর্ট ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলো। এ অভিযান দেখতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় যাত্রীবেশে বাসে ওঠেন তিনি।
কিছুটা এগিয়ে মন্ত্রী বললেন, গাড়ির কাগজপত্র দেখান। বিআরটিএ-এর লোকজন মন্ত্রীর পরিচয় দিলেন। ভ্যাবাচ্যাকা খেয়ে কিছুক্ষণ হা করে রইলো চালক। ততক্ষণে তার পরিণাম নির্ধারিত হয়ে গেছে মামলার কাগজে। অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বাসটির বিরুদ্ধে মামলা দায়ের করে বিআরটিএ।
অভিযান চলাকালে মন্ত্রী সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে গাড়িটি মিটারে চলছে কি না—তাও পরীক্ষা করেন। ঘণ্টাখানেক চলে তার এই অভিযান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধে সকাল থেকে দুপুর পর্যন্ত ২২টি গাড়িকে জরিমানা করা হয়েছে। ৫টি বাস ডাম্পিংয়ের নির্দেশ দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই