দুর্নীতি মামলায় কোস্টগার্ডের সাবেক ডিজি গ্রেপ্তার

দুর্নীতির মামলায় কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) সফিক-উর-রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাত দেড়টার দিকে সংস্থাটির পরিচালক এনামুল বাছিরের নেতৃত্বে একটি দল মহাখালীর নিউ ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

অভিযানে আরও ছিলেন দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম ও আহমেরুজ্জামান। সফিক-উর-রহমানকে রমনা থানায় নেয়া হয়েছে।

দুর্নীতির মাধ্যমে কোস্ট গার্ডের ১১ হাজার ১০০ মেট্রিকটন গম বিক্রি করে প্রায় সাড়ে সাত কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯৮ সালে সফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। রিটের নিষ্পত্তি হওয়ায় বিচারিক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।



মন্তব্য চালু নেই