দুর্নীতির কারণেই দেশ পিছিয়ে যাচ্ছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এম বদিউজ্জামান বলেছেন, ‘যারা ক্ষমতায় আছেন  এবং যারা ক্ষমতার বাইরে আছেন তাদের সবার দুর্নীতির খোঁজই আমরা করছি। ক্ষমতাসীনদের দুর্নীতি অনুসন্ধানে কাজ চলছে এবং অব্যাহত থাকবে। এই নিয়ে দেশের মানুষের হতাশ হওয়ার কোনো কারণ নেই।’

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ-বিষয়ক এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বদিউজ্জামান এ কথা বলেন। চট্টগ্রামের জেলা প্রশাসক এম মেজবাহ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘একসময় দুদক ছিল দুর্নীতি দমন ব্যুরো। তখন দপ্তরটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ছিল। এখন দুদক স্বাধীন প্রতিষ্ঠান। তার পরও দুর্নীতি আমাদের কুরে কুরে খাচ্ছে। আমরা দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছি।’ বদিউজ্জামান বলেন, প্রতিরোধ করলেই দুর্নীতি কমবে না, দুর্নীতি করার ক্ষমতা যাদের আছে, তারা দুর্নীতি না করলেই শুধু কমবে।

হলমার্ক দুর্নীতি প্রসঙ্গে বদিউজ্জামান বলেন, এটি কোনো সাধারণ দুর্নীতি নয়। রীতিমতো ব্যাংক ডাকাতি।

এমনই সব বড় বড় দুর্নীতি বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে। দেশের মানুষ বঞ্চিত হচ্ছে ন্যায্য অধিকার থেকে। শুধু দুর্নীতির কারণেই পিছিয়ে যাচ্ছে।

দুদক চেয়ারম্যান  আরো বলেন, ‘আমরা নিজেরাও জানি, কোনো দেশ বা সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। কিন্তু আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারি। দুদক সে চেষ্টা করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে।’

তিনি আরো বলেন, ‘কোনো সাধারণ মানুষ দুর্নীতি করে না। তারা দুর্নীতির ভয়ংকর শিকার। আমরা যারা পোশাকে পরিচ্ছন্ন, পরিপাটি তারাই দুর্নীতি করি।’

তিনি সাংবাদিকদের  বলেন, ‘আপনারা অনুসন্ধানী প্রতিবেদন করুন। তবে অতিরঞ্জন করবেন না দয়া করে। এতে আসল দুর্নীতি ঢেকে যাওয়ার আশঙ্কা থাকে।’

এই মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মকর্তারা সরকারি কাজে অযাচিত হস্তক্ষেপ না করা, দালাল উচ্ছেদসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের সুপারিশ করেন।

 



মন্তব্য চালু নেই