দুর্নীতির অর্থ জঙ্গিবাদে ব্যবহৃত হচ্ছে : দুদক চেয়ারম্যান
দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থই জঙ্গিবাদে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সব পর্যায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। দুদকের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
২০১৬ থেকে ২০২১ সালের কৌশলগত কর্মপরিকল্পনা হাতে নিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে দুদক। এরই অংশ হিসেবে আজকের মতবিনিময়ের আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘সারা বিশ্ব তুমুলভাবে এর বিরুদ্ধে কাজ করছে। এবং আমরা সম্প্রতি জঙ্গিবাদের মতো ভয়ংকর সমস্যার মধ্যে পড়েছি। আমি মনে করি, জঙ্গিবাদের বিরুদ্ধে সমগ্র জাতিকে সচেতন করার জন্য এখন যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, দুর্নীতির জন্যও একই কার্যক্রম গ্রহণ করা উচিত।’
একাত্তর টেলিভিশনের চিফ এডিটর ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, ‘আমি আপনাকে একটা ন্যাশনাল টাস্কফোর্স অন ব্যাংকিং সেক্টর গঠন করার জন্য আজকে অনুরোধ করছি, দেশকে যদি অর্থনৈতিক ধস থেকে মুক্ত করতে চান তাহলে।’
দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, ‘একজন অভিভাবকই যখন দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠেন, তখন তিনি তাঁর সন্তানকে এই ব্যাপারগুলো শেখাবেন না, এটা আমি মনে করি। আরেকটি জায়গা হচ্ছে, আমাদের যেটা সবচেয়ে আস্থার জায়গা শিক্ষকমণ্ডলী, আমি তো মনে করি সেইসব জায়গায়ও বিভিন্ন রকমের দুর্নীতি ঢুকেছে।’
নিজের বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, কোনো রাজনৈতিক চাপের কাছে দুদক নতিস্বীকার করবে না। তিনি বলেন, ‘প্রাইভেট সেক্টরে যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ব্যবস্থার অব্যবস্থা আমরা প্রয়োগ করছি। অর্থনৈতিক সন্ত্রাস এবং জঙ্গিবাদ এ দুটোকে যদি আমরা সমভাবে সমগুরুত্ব দিয়ে এটা প্রতিরোধ গড়ে তুলতে না পারি সামাজিকভাবে, তাহলে কিন্তু আমরা যে যে অবস্থানেই থাকি না কেন, তা থাকবে না।’
সকলকে দুর্নীতি প্রতিরোধে একযোগে কাজ করারও আহ্বান জানান ইকবাল মাহমুদ।
এ ছাড়া দক্ষতার উন্নয়ন, তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমকে আরো কার্যকর করা, দুর্নীতি প্রতিরোধে শিক্ষা ও সামাজিক আন্দোলন গড়ে তোলা, আইনি কাঠামো সুদৃঢ় করাসহ বিভিন্ন বিষয় উঠে আসে আজকের আলোচনায়।
মন্তব্য চালু নেই