দুর্নীতিবাজদের আতঙ্ক হবে দুদক: ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যারা দুর্নীতিবাজ তাদের জন্য দুদক হবে আতঙ্ক।

সোমবার সকালে দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত ১০ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ইকবাল মাহমুদ। একইসঙ্গে সংস্থাটির কমিশনার পদে নিয়োগ পান সাবেক জেলা জজ এ এফ এম আমিনুল ইসলাম।

ইকবাল মাহমুদ বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব ছিলেন। তিনি দুদকের সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন।



মন্তব্য চালু নেই