দুর্দান্ত ক্যামেরার ফোন আনলো এইচটিসি

তাইওয়ানের বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি বাজারে আনলো নতুন একটি ফোন। ফোনটির মডেল ওয়ান এক্স ৯। এটি ওয়ান এ ৯ এর আপগ্রেড মডেল। এ ৯ এর জনপ্রিয়তার কারণে এইচটিসি এক্স ৯ ফোনটি বাজারে ছেড়েছে। সম্প্রতি চীনের মাইক্রো ব্লগি ওয়েবসাইট উইবোতে ফোনটির তথ্য প্রকাশ করেছে এইচটিসি।

চীনের বাজারে এইচটিসি ওয়ান এক্স ৯ ফোনটির মূল্য ২ হাজার ৩৯৯ ইয়েন। ভ্যাট ও ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ২৯ হাজার ৭০ টাকা।

ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ফোনটির অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। এটিতে আছে মিডিয়াটেক হেলিও এক্স ১০ সিরিজের অক্টাকোর প্রসেসর। র‌্যাম ৩ জিবি। বিল্টইন মেমোরি আছে ৩২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির মেমেোরি আরও ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এইচটিসি ওয়ান এক্স ৯ ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি রয়েছে। এই ক্যামেরা দিয়ে 4K মানের ভিডিও রেকর্ডিং করা যাবে। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা পিক্সেল ক্যামেরা। এটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

ফোনটির টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রোইউএসবি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।

মেটাল বডির এই ফোনটিতে বুম সাউন্ড স্পিকার রয়েছে।



মন্তব্য চালু নেই