দুর্গাপুর প্রেসক্লাবে উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সোমবার বিকেলে দুর্গাপুরের উন্নয়ন ভাবনা ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি নিতাই সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় অন্যাদের মধ্যে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাহাদাত হোসেন কাজল, নির্মলেন্দু সরকার বাবুল। সাংবাদিকতায় অধ্যয়ন রত চারন গোপাল চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথি বলেন দেশের সকল কার্যক্রমে সাংবাদিকগন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সকল সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা ও বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে আহ্বান জানিয়ে দুর্গাপুর-কলমাকান্দা এলাকার বর্তমান ও পরবর্তি উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন।
মন্তব্য চালু নেই