দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পূঁজা উদ্যাপন কমিটির আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় বৃহস্পতিবার।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা, গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে শ্রী শ্রী দশভূজা মন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূঁজা উদ্যাপন কমিটির সভাপতি এডভোকেট অরবিন্দু শেখর রায় এর সভাপতিত্বে উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর সঞ্চালনায় শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ¦ আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোস্তফা জামান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, আওয়ামীলীগ নেতা আলী আসগর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি রেমন্ড আরেং, ওসি খান হুমায়ুন কবীর, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খুশী মোহন সাহা, সাধারন সম্পাদক প্রবীন রাজনীতিবীদ বাবু দূর্গাপ্রসাদ তেওয়ারী, মন্দির কমিটির সদস্য Ÿাবু বিমল কৃষ্ণ রায়, বিশিষ্ট ব্যাবসায়ী রুপন সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক নিতাই সাহা, এনসি সরকার, ধ্রুব সরকার প্রমুখ। আলোচনা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।



মন্তব্য চালু নেই