দুর্গাপুরে লোকজ গবেষনা কেন্দ্র উদ্বোধন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামে ব্যাক্তিগত উদ্দ্যেগে গ্রামীণ যাদুঘর ও লোক গবেষনা কেন্দ্রের উদ্বোধন করা হয় শনিবার।
গ্রামীণ যাদুঘর ও লোক গবেষনা কেন্দ্রের পরিচালক জাহাঙ্গীর কবির প্রিন্স এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আলা উদ্দিন আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ রুহুল আমীন চুন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, আওয়ামীলীগ নেতা আলী আসগর, ড. আব্দুর রাশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, ইউ.পি চেয়ারম্যান শাহিনুর আলম সাজু, এডভোকেট সজয় চক্রবর্তি, কবি আবুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, নেত্রকোনা জেলায় সুসঙ্গ দুর্গাপুর একটি লোকজ ভান্ডার বলে খ্যাত, তাই হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান। আলোচনা শেষে লোকজ আঙ্গিকে সজ্জিত লোকজ গবেষনা কেন্দ্র ও লাইব্রেরীর উদ্বোধন করা হয়।
মন্তব্য চালু নেই