দুর্গাপুরে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাক ও পিআরডিএস এর উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করা হয় সোমবার।
এ উপলক্ষে সকাল ১১টায় এক বর্নাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে ‘‘সুন্দর ভবিষ্যতের জন্য ম্যালিরিয়া শেষ করুন’’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার ঘোষ এর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, ডাঃ বাবুল সাহা, উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ কুদ্দুছ, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার।
বক্তারা বলেন, অন্যান্য রোগের চেয়ে ম্যালেরিয়া একটি কঠিন রোগ, এ রোগের লক্ষন দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা নিতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পি,আর,ডি,এস কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
মন্তব্য চালু নেই