দুর্গাপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উদযাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর এর ১৫৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে রবিবার সন্ধ্যায়।

এ উপলক্ষে কবির জন্ম তিথি নিয়ে গুরুত্ব পুর্ন আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বিরেশ্বর চক্রবর্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ।

বক্তারা উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন, সংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্র নাথের ছোঁয়া রয়েছে কাজেই সঠিক নৈতিকতা গড়ে তুলতে রবীন্দ্র র্চ্চার কোন বিকল্প নাই। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর ১ম, ২য় ও ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীরা নাচ, গান ও আবৃত্তিতে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শকদের।



মন্তব্য চালু নেই