দুর্গাপুরে বিজিবি কর্তৃক ফেনসিডিল উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে বৃহস্পতিবার রাতে আড়াপাড়া সীমান্তে টহল দেওয়ার সময় চোরা কারবারিদের ফেলে রাখা ১৭বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে মাধুপড়া বিওপি‘র বিজিবি সদস্যরা।

মাধুপড়া বিওপি ক্যাম্প কোম্পানীর নায়েক সুবেদার মোঃ মতিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২.১০মিনিটে তালিকাভুক্ত সৈনিকদের নিয়ে বর্ডার এলাকায় টহল দেওয়ার সময় মাধুপড়া সিমান্তের আড়াপাড়া নামক স্থানে ভারত থেকে ব্যাগ হাতে একজন লোক বাংলাদেশের দিকে আসতে থাকলে টহলদলের নিকটবর্তী হওয়ার পর তাকে চ্যালেঞ্জ করা মাত্র হাতের ব্যাগ ফেলে দৌড়ে ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়।

ব্যাগটি উদ্ধার করলে এতে ১৭বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। নায়েক সুবেদার মোঃ মতিউর রহমান বাদী হয়ে সাধারন ডায়েরী করে আটককৃত মালামাল শুক্রবার দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়।



মন্তব্য চালু নেই