দুর্গাপুরে প্রেসক্লাব সাংবাদিকদের মত বিনিময় সভা

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রসিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন, বর্তমান শীত মৌসুমে স্থানীয় প্রবীণদের নিজ উদ্দ্যেগে শীতবস্ত্র বিতরনের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রোববার সন্ধ্যায়।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, এস.এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, নিতাই সাহা, ধ্রুব সরকার, খন্দকার শাহীন আফরোজ, তোবারক হোসেন খোকন, সুমন রায় প্রমুখ।

আলোচনায় সাংবাদিকগন বলেন, বর্তমান সমাজ ব্যাবস্থায় প্রবীণদের সহায়তা করার জন্য নবীণদের এগিয়ে আসতে হবে। সভায় প্রবীণ নীতিমালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া।



মন্তব্য চালু নেই