দুর্গাপুরে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ে নাটক
নেত্রকোনার দুর্গাপুরে টংক আন্দোলনের মহিয়সী নারী হাজং মাতা রাশি মণি হাজং এর ৬৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুর্গাপুর রুপান্তর নাট্য গোষ্ঠী প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ে নাটক মঞ্চস্থ করে মঙ্গলবার রাতে।
টংক আন্দোলন ও হাজং বিদ্রোহ আন্দোলন এর মহিয়সী নেতৃ বহেড়াতলী গ্রামের কৃতি সন্তান হাজং মাতা রাশি মণির ৬৯তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রাশিমণি স্মৃতিসৌধ প্রাঙ্গনে ৭দিন ব্যাপি রাশিমণি মেলা অনুষ্ঠিত হয়।
সেই লক্ষে মেলার ৪র্থ দিনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রুপান্তর নাট্যগোষ্ঠী প্রবীণ অধিকার নিয়ে নাটক ‘‘অফিসার’’ প্রদর্শন করে। স্থানীয় ভাবে নাটকটি প্রদর্শনের ফলে সমাজে প্রবীণরা যে অসহায়, সে চিত্রটি ফোটে উঠে।
দর্শক মতামতে প্রবীণদের জন্য আর বৃদ্ধাশ্রম নয়, নিজ পরিবার থেকে আদর স্নেহের মাধ্যমে প্রবীণদের সেবা করতে হবে সকলেই এই অঙ্গীকার করেন। প্রবীণ অধিকার বিষয়ে এই নাটকটি রাশি মণি মেলার শ্রেষ্ঠ নাটক হিসেবে স্থান পায়।
মন্তব্য চালু নেই