দুর্গাপুরে প্রকল্প সমাপনী কর্মশালা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ফেডারেশন সমন্বয় কমিটির আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালীকরণ (স্কোপ) প্রকল্পের সহযোগীতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ড্যান চার্চ এইড্ এর অর্থায়নে উপজেলার এনজিও প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার পাঁচটি ফেডারেশনের সভাপতি ও সদস্য-সদস্যাবৃন্দের অংশগ্রহনে উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী কর্মশালা ডিএসকে স্কোপ প্রকল্পের হলরুমে অনুষ্ঠিত হয় সোমবার।
উপজেলা ফেডারেশন সমন্বয় কমিটির সমন্বয়ক মোঃ মঞ্জুরুল হক মতির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, ইউপি চেয়ারম্যান মোঃ আঃ মতিন মোতালেব, জেলা ফেডারেশন এর সভাপতি মোঃ আঃ রাজ্জাক, সাংবাদিক ধ্রুব সরকার, প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ আকতারুজ্জামান বাবুল, ডিএসকে ফুড সিকিউরিটি প্রকল্পের ব্যাবস্থাপক সারোয়ার জাহান, চন্ডিগড় ইউনিয়ন ফেডারেশন সভাপতি জাহানারা বেগম, সিএম নিরন্তর বনোয়ারী প্রমুখ।
মন্তব্য চালু নেই