দুর্গাপুরে জেন্ডার সহিংসতা বিষয়ক মতবিনিময় সভা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি; নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ই্উবিআর প্রকল্পের ইযুথ ফোরাম এর আয়োজনে বৃহস্পতিবার উপজেলার সরকারী-বেসরকারী প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও ইযুথ ফোরাম সদ্যাদের অংশগ্রহনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিএসকে মিলনায়তনে ‘‘বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা, মুক্ত হউক নারীর প্রতি পথ চলা’’ এই প্রতিপাদ্যে ডিএসকের উপজেলা ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারীর সভাপতিত্বে ইযুথ ফোরামের সাধারন সম্পাদক সনিয়া আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাব সস্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক, এন সি সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক নিতাই সাহা, ডিএসকের ট্রেনিং এন্ড এডভোকেসী অফিসার সাংবাদিক ধ্রুব সরকার, ওয়াইএফএস টীম লিডার মোঃ মজিবুর রহমান নয়ন প্রমুখ। বক্তারা নারী নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে উপস্থিত সকলেই মোরক স্বাক্ষর করেন।
মন্তব্য চালু নেই