দুর্গাপুরে কৃতি শিক্ষার্থী সম্মাননা

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ- ৫ প্রাপ্ত ২০১৪ ও ২০১৫ শিক্ষা বর্ষের ৭২জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয় বৃহস্পতিবার বিকালে।

দুর্গাপুর উপজেলার ৪১নং ঝাঞ্জাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র স্কুলের এসএমসি কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র দেবনাথ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার শর্ম্মা। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। সেই সাথে স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই