দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ আদিবাসী ফোরাম, আদিবাসী জনগোষ্ঠী, সিবিও, বারসিক, টিডব্লিউএ, ডিএসকে, এনজিও সমুহ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয় মঙ্গলবার।

এ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাংলাদেশ আদিবাসী ফোরাম এর উপজেলা সভাপতি এন্ড্রু রিছিল এর সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী অডিটরিয়ামে উপজেলা সাধারণ সম্পাদক জন ক্রসওয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী মাওঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, আদিবাসী নেতা নিরন্তর বনোয়ারী, আদিবাসী গবেষক রেভাঃ মনীন্দ্র নাথ মারাক, মতিলাল হাজং, টিডব্লিওএ চেয়ারম্যান বঙ্কিম মানখিন, ইউ,পি চেয়ারম্যান মোঃ শাহীনুর আলম প্রমূখ।

আদিবাসী নেতারা বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য বাজেট পৃথক বরাদ্দ ও ভূমি কমিশন গঠন সহ দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি বিরোধী গনসচেতনতা বৃদ্ধির আহবান জানান। আলোচনা শেষে আদিবাসী শিল্পীগোষ্ঠী রে-রে গান সহ তাঁদের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।



মন্তব্য চালু নেই