‘দুটি লাশ ফেলার ক্ষমতা পুলিশের রয়েছে’

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, একটি লাশের পরিবর্তে দুটি লাশ ফেলার ক্ষমতা পুলিশের রয়েছে।

বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি মহাসড়ক পাহারা দিতেও স্থানীয় জনগণকে অনুরোধ করেন।

কুমিল্লার জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়া, ১০ বিজিবি কমান্ডার লে.কর্নেল জাকির হোসেন, হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুইয়া হাসান ও পৌর মেয়র মিজানুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমার আগুনে পুড়ে সাত বাস যাত্রী মারা যান।



মন্তব্য চালু নেই