দুগ্ধ খামার উন্নয়নে আরো ২০০ কোটি টাকা : গভর্নর
দুগ্ধ খামারিদের খামার উন্নয়ন ও স্থাপনের জন্য আরো ২০০ কোটি টাকার ফান্ড গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
এর আগে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে প্রাণ ডেইরির সঙ্গে চুক্তিবদ্ধ দুগ্ধ খামারিদের ঋণ দিতে ১০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে একটি অনুষ্ঠান শেষে গভর্নর এ কথা জানান।
শুধু উত্তরাঞ্চলের নয়, দেশের সর্বত্র খামার উন্নয়নে অর্থসহায়তা করতে এই ফান্ড গঠন করা হবে। দেশে যে পরিমাণ দুধের অভাব রয়েছে, তা পূরণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মিল্ক ভিটাকে আরো আধুনিক করা প্রয়োজন বলে মনে করেন গভর্নর। কারণ সেখান থেকে কেউ কোনো ঋণ নিতে চায় না। সংস্কার করা হলে মিল্ক ভিটার মাধ্যমে খামারিরা অনেক সহায়তা পাবে।
এ সময় গভর্নর আতিউর রহমান বলেন, বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল।
তিনি আরো বলেন, ‘আমাদের এখন একমাত্র টার্গেট মূল্যস্ফীতি কমিয়ে আনা। বাংলাদেশ ব্যাংককে দেখে বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক তা অনুসরণ করছে। ’
মন্তব্য চালু নেই