‘দুই সপ্তাহের মধ্যে বকেয়া পাবেন পাটকল শ্রমিকরা’

আগামী দুই সপ্তাহের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। এছাড়া পয়লা বৈশাখের আগে বুধবার শ্রমিকদের দুই সপ্তাহের বেতন দেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, বিজেএমসির নিজস্ব তহবিল থেকে পাটকল শ্রমিকরা মজুরি পাবেন। তাদের মজুরি পরিশোধ করে দেয়া হবে। এজন্য শ্রমিকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এজন্য এক হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়।



মন্তব্য চালু নেই