দুই শিশুকে একাই হত্যা করা কঠিন : ফরেনসিক বিভাগ

রাজধানীর বনশ্রীর শিশু দুটিকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। তবে মা মাহফুজা জেসমিন একাই দুই সন্তানকে হত্যা করতে সক্ষম কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগ।

ফরেনসিক রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেছে জানিয়ে ওই বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, ‘আলামতে নাকে-মুখে ও গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। এছাড়া আমরা যে ধরনের আলামত পেয়েছি তার ভিত্তিতে বলা যায়, একজনের পক্ষে এ হত্যাকাণ্ড সংঘটিত করা দুষ্কর। বিশেষ করে, চৌদ্দ বছরের একটি মেয়েকে চেতনানাশক না খাইয়ে অথবা ঘুমন্ত অবস্থায় না থাকলে এক জনের পক্ষে শ্বাসরোধে হত্যা করাটা কঠিন।’

বৃহস্পতিবার রাতে যোগাযোগ করা হলে সোহেল মাহমুদ একথা বলেন।

তিনি আরো বলেন, ‘তবে দুই শিশুর ভিসেরা পরীক্ষার জন্য মহাখালীতে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

এদিকে, শিশু দুটির মা মাহফুজা মালেক নিজেই দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ বলেন, ‘মা মাহফুজা মালেক ম্যানজেমেন্টে মাস্টার্স করেছেন। এছাড়া তিনি দুই বছর জামালপুরের দেওয়ানগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতাও করেন। তিনি উচ্চশিক্ষিত হওয়ায় ছেলে-মেয়ের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এরই প্রেক্ষাপটে গত ২৯ তারিখ বিকেল সাড়ে ৫টায় তাদের গৃহশিক্ষক চলে যাওয়ার পর নিজের বেডরুমে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন মাহফুজা।’

মুফতি মাহমুদ জানান, মায়ের বেডরুমে ছেলে আলভি আগে থেকেই ঘুমানো ছিল। পরে মা মেয়ে অরণিকে ডেকে নেন তার কক্ষে। এরপর ওড়না প্যাঁচিয়ে হত্যার চেষ্টা চালান। এসময় দু’জনের মধ্যে ধস্তাধস্তিও হয়। পরে মেয়েকে শ্বাসরোধ করে মারতে সমর্থ হন মা। এরপর ছেলে আলিকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে মারা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে এখন মামলার প্রস্তুতি চলছে। এরপর তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত তথ্য জানা যাবে।



মন্তব্য চালু নেই