দুই মন্ত্রীর পদত্যাগে বাধ্যবাধকতা নেই
দুই মন্ত্রীর পদত্যাগের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দুই মন্ত্রীর পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই। পদত্যাগ করবেন কিনা সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। এক্ষেত্রে শপথ ভঙ্গ বা আদালতের মান-মর্যাদা ক্ষুণ্ন হওয়ার মতো কিছু নেই।’
সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে বেড়ুনোর পথে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এসময় সাংবাদিকদের সামনে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করার বিষয়টি প্রথম থেকেই আমরা ভালোভাবে নেইনি। তবে তাদের পদত্যাগের বিষয়ে আজকের বৈঠকে কোনো ধরনের আলোচনা হয়নি।’
দুই মন্ত্রীর নৈতিকতার প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘আমি তাদের একজন কলিগ। সহকর্মী হিসেবে তাদের পদত্যাগের বিষয়ে আমার কথা না বলাই উচিত।’
মন্তব্য চালু নেই