দুই প্রজন্মের দুই অভিনয়শিল্পীর যুগলবন্দীতে ‘কখনো যে সমুদ্র দেখা হয়নি’
‘কখনো যে সমুদ্র দেখা হয়নি’শিরোনামের একটি নাটকে প্রথমবারেরমতো জুটিবদ্ধ হয়েছেন দুই প্রজন্মের দুই অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম ও লাক্সতারকা আলভী। এবার তারা একটি খন্ড নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।
মিজানুর রহমান লাবুর রচনা ও পরিচালনায় গত সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে সেলিম ও আলভী স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে আলভী বলেন, “সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগকে আমি সবসময়ই অন্যভাবে দেখি। এর কারণ তার কাছ থেকে অনেক কিছুই শেখার রয়েছে। তিনি অভিনয়টা যেন হাতে-কলমে শিখিয়ে দেন। তাছাড়া তিনি খুবই বন্ধুপ্রবণ। কখনো যে সমুদ্র দেখা হয়নি নাটকটিতে আমাদের দুজনকে দারুণ মানিয়েছে।”
শহীদুজ্জামান সেলিম বলেন, “আলভীর মধ্যে কাজ শেখার আগ্রহটা আমাকে মুগ্ধ করেছে। ও যথেষ্ট বিনয়ীও বটে। নতুন নাটকটিতে আলভী সত্যিই অনেক ভালো অভিনয় করেছে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’
‘কখনো যে সমুদ্র দেখা হয়নি’ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। পরিচালক মিজানুর রহমান লাবু জানান, আসছে ঈদে নাটকটি প্রচার হবে।
মন্তব্য চালু নেই