দুই ডিসপ্লের ফোন

নতুন দুইটি ফোন বাজারে আনলো এলজি। ফোন দুইটির একটি হলো এলজি এক্স ক্যাম অন্যটি এলজি এক্স স্ক্রিন। শুরুতে এগুলো দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাবে। শিগগিরই এগুলো ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং এশিয়াতেও পাওয়া যাবে।

এলজির নতুন ফোন এক্স ক্যামে আছে ৫.২ ইঞ্চির ডিসপ্লে। ফোনটিতে আছে ১.১৪ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। র‌্যাম আছে ২ জিবি। বিল্টইন মেমোরি আছে ১৬ জিবি। ফোনটির ব্যাটারি ২৫২০ মিলিঅ্যাম্পায়ার আওয়ার। এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।

এই ফোনটির রিয়ারে আছে দুইটি ক্যামেরা। একটি ১৩ মেগাপিক্সেলের। অন্যটি ৫ মেগাপিক্সেলের। এটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

অন্যাদিকে এলজি এক্স ১৩ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা আছে। এছাড়া ফোনটির স্পেশিফিকেশন একই। তবে এটির ব্যাটারি ২৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ডুয়েল স্ক্রিন আছে। এটির প্রধান ডিসপ্লে ৪.৯৩ ইঞ্চির। সেকেন্ডারি ডিসপ্লে ১.৭৬ ইঞ্চির।

ফোন দুইটির দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই