দুই আইনজীবীকে তুরস্কে যেতে বাধা : হাইকোর্টে রিট
যুদ্ধাপরাধ মামলার অন্যতম আইনজীবী তাজুল ইসলাম ও বিএনপিপন্থি আইনজীবী রুহিন ফারহানকে তুরস্ক আইজীবীদের একটি সেমিনারে যেতে বাধা দেয়ায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে বিমানের টিকেটের মূল্য ফেরত চাওয়া হয়েছে এ আবেদনে।
তুরস্কের ইস্তানবুলের ইন্টারন্যাশাল জুরিস ইউনিয়ন (আইএইউ) এ সংগঠনের সদস্য এই দুই আইনজীবী।
তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার ওই সেমিনারে যোগ দেয়ার উদ্দেশ্যে শাহজালাল বিমান বন্দরে গেলে তাদের ওই দেশে যেতে নিষেধ করা হয়। কাতার এয়ারওয়েজ থেকে বিমানের টিকেট ক্রয় করেছিলেন তারা। বিমান বন্দরের গেলে তাদের জানানো হয় আপনাদেরকে বোডিং পাস দিতে নিষেধ করা হয়েছে।
রোববার এ বিষয়ে আদালতের একটি নির্দেশনা পেয়ে রিট আবেদন করেন এ দুই আইনজীবী। আজ রিটের শুনানি শেষ হয়েছে। তবে আগামী মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। আইনজীবী তাজুল এর আগে এই সেমিনারে ৫ বার যোগ দিয়েছিলেন বলে জানান।
মন্তব্য চালু নেই