দীর্ঘদিন বাঁচতে চাইলে একা থাকুন
ইউরোপের সবচেয়ে বয়স্ক নারী এমা মোরানো বলেন, কাঁচা ডিম খান এবং একা থাকুন আর পেয়ে যান দীর্ঘ আয়ু।
এমা মোরানো ১৮৯৯ সালের ২৯ নভেম্বর জন্ম গ্রহণ করেন। তিনি একমাত্র মানুষ যিনি তিন শতাব্দীর সাক্ষী হয়ে আছেন।
মোরানো এএফপি এর এক সাক্ষাৎকারে বলেন, “আমি প্রতিদিন দুটি কাঁচা ডিম এবং কিছু কুকিস খেয়ে থাকি”। বিশ বছর বয়স থেকে তিনি এই খাবার খেয়ে আসছেন। ১৯১৯ সালে যখন তার রক্তস্বল্পতা ধরা পড়ে এবং তার চিকিৎসক তাকে দুটি ডিম (একটি রান্না করা) খাওয়ার পরামর্শ দেন তখন থেকে তিনি এই খাবার খেয়ে আসছেন।
১১৭ বছর বয়সী এমা মোরানো নিউ ইয়ার্ক টাইমসে বলেন, সে ১৯৩৮ সাল থেকে তিনি একা বাস করছেন। তার একমাত্র এবং প্রথম সন্তানের মৃত্যুর পর থেকে স্বামীকে ত্যাগ করেন এবং একা বাস করা শুরু করেন। তিনি স্বামী দ্বারা অনেক অত্যাচারিত হয়েছিলেন যার কারণে তাকে ছেড়ে আসতে বাধ্য হোন। অনেক পুরুষ তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি সবাইকে না করে দিয়েছেন।
তিনি বলেন, “আমি কারোর দ্বারা শাসিত হতে চাই নি। আমার একাকীত্বই আমাকে দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করেছে”।
মোরানো বিশ্বের বয়স্ক মানুষদের মধ্যে পঞ্চম। তিনি দুটি বিশ্বযুদ্ধ এবং ইতালির রাজতন্ত্র, ফ্যাসিবাদ এবং গণতন্ত্র এ সব প্রত্যক্ষ করেছেন।
মন্তব্য চালু নেই