দীর্ঘতম গাড়ি বানিয়ে আবারও বিশ্ব রেকর্ড

ভারতে সুধাকার যাদব নামে এক গাড়ির ডিজাইনার গিনিস বইয়ে দ্বিতীয় বারের মত বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে পৃথিবীর দীর্ঘতম গাড়ি বানিয়েছেন। তার তৈরি এই গাড়িটি ২৬ ফুট লম্বা এবং ৫০ মিটার দীর্ঘ। গাড়িটি দেখতে অনেকটা লন্ডনের দ্বীতল বাসের সমান উঁচু।

যাদব এর আগে পৃথিবীর সবচেয়ে লম্বা তিন চাকা বিশিষ্ট সাইকেল নির্মাণ করে গিনিস বইয়ে নাম লিখিয়েছিলেন। তার তিন চাকাওয়ালা সাইকেল তার গাড়ির চেয়েও বড় ছিল। আর লম্বায় এটি ছিল প্রায় সাড়ে ৪১ ফুট।

হায়দ্রাবাদের দক্ষিণাঞ্চলীয় শহরে যাদবের একটি গাড়ির জাদুঘর আছে। সেখানে দেখা মিলবে নানা রকম আকার ও আকৃতির আজব সব গাড়ির মডেল। সেগুলোর কোনটি দেখতে বাথরুমের কমোডের মত, কোনটি বিলিয়ার্ডস টেবিলের মত এমনকি লিপস্টিক আকৃতির মত গাড়িরও দেখা মিলবে গাড়ির ওই জাদুঘরে।

এএফপি সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে যাদব বলেছেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে পৃথিবীর সবচেয় দীর্ঘতম গাড়ি বানিয়ে গিনিস বইয়ে বিশ্বরেকর্ড করা এবং আশা করি আমরা তা করতে পারব’। এছাড়া তার গাড়ি তৈরির ফর্মূলা অন্যসব গাড়ির জাদুঘরের জন্য অনুকরণীয় হবে বলেও মনে করেন তিনি।



মন্তব্য চালু নেই