দীপু মনি হাসপাতালে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।

রাজধানীর ধানন্ডি শংকরের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সন্ধ্যায় তাকে নিয়ে যাওয়া হয়।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছেন।’

তবে এটা বড় ধরনের কোনো সমস্যা নয় বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই