দীপন হত্যা : ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও প্রকাশক টুটুলকে হত্যাচেষ্টায় মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আবদুস সবুর, রাজু, সাদ, সামাদ ও সুজন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া রোববার সকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত বছর ৩১ অক্টোবর বিকেলে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই প্রকাশনা থেকে জঙ্গি হামলায় নিহত অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশ করা হয়েছিল।
ওই দিনই এর আগে অভিজিতের বইয়ের আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
মন্তব্য চালু নেই