দিয়াজের বাসায় ঢাকার ময়নাতদন্তকারী দল

অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ২য় ময়নাতদন্তকারী দল বিশ্ববিদ্যালয়স্থ তার বাসা পরিদর্শন করেছে।

রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদসহ সাত সদস্যের একটি দল তার বাসায় যায়।

এ সময় সিআইডি চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান ছাড়াও আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিকেলের সাত সদস্যের ওই দলে মাহমুদ দিয়াজের ঝুলন্ত মরদেহ যেখান থেকে নামানো হয়েছে সে স্থানটি খতিয়ে দেখে এবং ঘটনাস্থলে খাট ও ফ্যানের দূরত্বও নির্ণয় করে।

এছাড়া মরদেহ নামানোর সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট, হাটহাজারী থানার তদন্ত কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গেও তারা কথা বলেন।

এদিকে চিকিৎসকদের পরিদর্শনের পর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রথমটির মতো দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনও ‘প্রভাবিত হতে পারে’ বলে তিনি আশঙ্কা করছেন।

‘তারা কোটি টাকা খরচ করেছে বলে শুনেছি। সেজন্য তারা ঢাকা গেছে। পাশাপাশি প্রথম ময়নাতদন্তকারী দলও ঢাকা গেছে।’

উল্লেখ্য, গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।



মন্তব্য চালু নেই