দিশার মৃত্যু নিয়ে যা বললেন হবু স্বামী
কলকাতার ছোট পর্দার অভিনেত্রী দিশা গাঙ্গুলির অস্বাভাবিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। তার বাগদত্ত অভিনেতা ভিভান ঘোষ বলছেন, মৃত্যুর আগের রাতে বেশ বিমর্ষ ছিলেন দিশা।
৯ এপ্রিলের সন্ধ্যা থেকে মধ্য রাত পযর্ন্ত ভিভান কাটান দিশার সঙ্গেই। তিনি জানান, এক মাস আগে তাদের বিয়ে ঠিক হয়। দিশার সঙ্গে তার পরিচয় পাঁচ বছরের। দিশার সঙ্গে আমার পরিচয় হয় ‘বউ কথা কও’ সিরিয়ালে কাজ করতে গিয়ে, তখন থেকেই ঘনিষ্ঠতা। কিন্তু বিয়ের সিদ্ধান্ত আমরা নেই মাত্র এক মাস আগে। দুই পরিবারের সবাই আমাদের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছিল। দিশার বাবা-মা আমাকে খুবই পছন্দ করেন। দিশাকেও আমার বাবা-মা ভালোবাসতেন।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে ভিভান ঘোষ বলেন, এমনিতে খুব হাসিখুশি প্রকৃতির মেয়ে দিশা। কিন্তু সেদিন রাতে অজানা কোনো কারণে মন খারাপ ছিল তার। আমি অনেকবার জিজ্ঞেস করার পরও কোনো উত্তর পাইনি।
প্রিয় দল কলকাতা নাইট রাইডার্মের খেলা দেখান জন্য সেদিন ইডেনে ছিলেন দুইজন। দল জেতার পরও উচ্ছ্বাস দেখা যায়নি দিশার মধ্যে। ভিভান আরও বলেন, সেদিন প্রথমবারের মত তার বাড়িতে গিয়ে হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে নৈশভোজ সারেন দিশা। এরপর তাকে বাড়ি পৌঁছে দেন ভিভান। অনেক রাত পর্যন্ত ফোনে কথাও হয় দুজনের।
বাগদত্তার আকস্মিক মৃত্যুতে শোকাহত এবং বিস্মিত ভিভান এখনও বুঝতে পারছেন না দিশার মৃত্যুর কারণ। তবে পুলিশের করা ময়নাতদন্ত বলছে, আত্মহত্যাই করেছেন দিশা। তবে কেন দিশা আত্মহননের পথ বেছে নিলেন তা এখন ধোয়াশা।
আরো পড়ুন :
মন্তব্য চালু নেই