দিশার মতোই দিশাহীন যে সেলেবমৃত্যু
৫ অগাস্ট, ১৯৬২৷ লস এঞ্জেলসে আচমকা থমকে গিয়েছিল সিনেমার পর্দায় হিল্লোল তোলা যৌনতার অপূর্ব জীবন্ত উচ্ছ্বাস৷ কেননা এদিনই খুব সকাল সকাল সারা বিশ্ব জেনেছিল নিজেকে শেষ করে দিয়েছেন মেরিলিন মনরো৷ আত্মহত্যার সম্ভাব্য কারণ হিসেবে আজও যা জানা যায় তা হল, ড্রাগ ওভারডোজ৷ তবে কেউ কেউ এখনও বিশ্বাস করেন, আত্মহত্যা নয়, হয়তো হত্যাই করা হয়েছিল তাঁকে৷ পর্দায় তাঁর ছড়িয়ে রাখা যৌনতার মায়ার মতোই সে রহস্যের সমাধান আজও হয়নি৷ আত্মহননের এই পথই দেশ-বিদেশের বহু সেলেব বেছে নিয়েছেন নানা সময়ে৷ পাহাড়সমান প্রত্যাশার চাপ, হতাশা, ব্যর্থতা, যন্ত্রণা বা সামাজিক সমস্যা- নানা কারণে নিজেকে শেষ করে দিয়েই সেলেবরা দেখতে চেয়েছেন মুক্তির মুখ৷
আশির দশকে দক্ষিণী ও কিছু কিছু হিন্দি সিনেমায় ইরোটিকা শব্দের সমার্থক হয়ে উঠেছিলেন সিল্ক স্মিতা৷ অতিরিক্ত অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী৷ ক্রমশ পর্দায় যৌন আবেদনে উষ্ণতা ছড়াতে পরিচালকদের আস্তিনে লুকনো তুরুপের তাস হয়ে উঠেছিলেন সিল্ক৷ কিন্তু যে হারে উষ্ণতা বেড়েছিল, ততোধিক দ্রুততায়
তা ফুরিয়েও গিয়েছিল৷ ফলত ক্রমাগত কাজ না পাওয়া এবং হতাশা৷ ১৯৯৬, ২৩ সেপ্টেম্বর চেন্নাইয়ের বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেন সিল্ক৷ সুইসাইডাল নোটে লিখে রেখে যান, ক্রমাগত কাজ না পাওয়ার হতাশা থেকেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ বলিউডে তাঁর জীবনের ছায়া অবলম্বনে তৈরি হয়েছিল বিদ্য বালান অভিনীত ছবি ‘ডার্টি পিকচার’৷
সম্পর্কে সমস্যার জেরে আত্মহত্যার পথই নিয়েছিলেন কিংবদন্তি পরিচালক-অভিনেতা গুরু দত্তও৷ মনে করা হয়, অতিরিক্ত মদ্যপান ও তার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছিল৷ স্ত্রী গীতা দত্তের সঙ্গে সম্পর্কের অবনতি, এবং ওয়াহিদা রহমানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারওরই অজানা ছিল৷ অনুমান, এর জেরে তৈরি হওয়া অবস্থাই তাঁকে পৌঁছে দিয়েছিল চরম পরিণতির দিকে৷
‘কামসূত্র’ কন্ডোমের বিজ্ঞাপনে নয়ের দশকের গোড়ায় প্রায় ঝড় তুলেছিলেন মডেল বিবেকা বাবেজা৷ মরিশাসের এক সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার শিরোপাও পেয়েছিলেন৷ কিন্তু কাজ না পাওয়া, হতাশার, খারাপ আর্থিক অবস্থার জেরেই ২০১০ সালের জুন মাসে আত্মহত্যা করেন তিনি৷ ১৯৯৭ সালের মিস ইউনিভার্স নাফিসা জোসেফও বেছে নিয়েছিলেন একই পথ৷ তাঁর ক্ষেত্রে কারণ ছিল একান্তই ব্যক্তিগত৷ শিল্পপতি গৌতম খান্ডুজাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি৷ তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন ওই শিল্পপতি৷ পরে নাফিসা জানতে পারেন, গৌতম বিবাহিত৷ যদিও স্ত্রীর সঙ্গে বছর দু’য়েক আগেই ডিভোর্স হয়ে গেছে বলে নাফিসাকে জানিয়েছিলেন তিনি৷ এই ক্ষোভে নিজেকেই শেষ করে দেন নাফিসা৷ ছোটপর্দার আর এক অভিনেত্রী কুলজিৎ রানধওয়া আত্মহত্যা করেন৷ এবং সুইসাইডাল নোটে জানান, জীবনের ক্রমাগত বাড়তে থাকা চাপ নিতে না পেরেই তাঁর এই সিদ্ধান্ত৷
সেলেবদের মৃত্যু ঘিরে নানাসময়ে তৈরি হয়েছে রহস্য৷ নব্বইয়ের দশকে জনপ্রিয় নায়িকা দিব্য ভারতীর আকস্মিক মৃত্যু ঘটে তাঁর বাড়ির ছ’তলা থেকে পড়ে গিয়ে৷ মাত্র ১৯ বছরের দিব্যার বিয়ে হয়েছিল সাজিদ নাদিওয়ালার সঙ্গে৷
বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই এই করুণ পরিণতি হয় দিব্যার৷ তাঁর এই মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা সে রহস্য আজও থেকে গেছে৷ একই রকম রহস্যাবৃত অভিনেত্রী জিয়া খানের মৃত্যুও৷ ২০১৩ সালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ পুলিশি তদন্তে অবশ্য নানা প্রশ্ন উঠেছিল যা থেকে সন্দেহ করা হয়েছিল যে স্মভবত খুন হয়েছেন জিয়া৷ এ রহস্যের কিনারাও হয়নি৷ বলিউডের এক উঠতি নায়িকা সাইয়ম খান্নাও আত্মহননের পথ বেছে নেন৷ তাঁর পরিবারের মতে, সম্পর্কে ব্যর্থতার জেরেই এই ঘটনা ঘটান সাইয়ম৷
হতাশার কারণেই কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের কন্যা বর্ষা ভোঁসলেও আত্মহত্যা করেন৷ তিনি নিজেও গায়িকা ছিলেন৷ এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় লেখিলেখিও করতেন৷ ৫৬ বছর বয়সে বন্দুকের গুলিতে নিজেকে শেষ করে দেন বর্ষা৷
বাংলার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যুও রহস্যে ঘেরা৷ আগুনে পুড়ে এই অভিনেত্রী প্রয়াত হন৷ কিন্তু কীভাবে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে, এবং তা আত্মহত্যা কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে৷ বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ও বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ৷ কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন পুরলকবাবু তা অবশ্য জানা যায়নি, তবে আচমকাই গঙ্গাবক্ষে ঝাঁপ দিয়ে নিভিয়ে দিয়েছিলেন জীবনদীপ৷ থিয়েটার অভিনেত্রী কেয়া চক্রবর্তীর মৃত্যুকে কেন্দ্র করেও দানা বেঁধেছিল রহস্য৷ হাওড়ায় এক ফিল্মের শুটিং চলাকালীন নদীতে পড়ে মৃত্যু হয় তাঁর৷ শুটিংয়ের গাফিলতিতে, নাকি আত্মহত্যা, নাকি কেয়াকে হত্যা করা হয়েছিল- সে রহস্যও এতদিনে তলিয়ে গিয়েছে অতল জলের আহ্বানে৷
এই তালিকায় সাম্প্রতিক সংযোজন টলিউডের ছোটপর্দার অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বান্ধবী সুচন্দ্রার সঙ্গে তাঁর সম্পর্কে বাড়ির লোকেদের বাধ সাধার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী৷ পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের পরেই অবশ্য প্রকৃত সত্য জানা যাবে৷
তবে গ্ল্যামার-প্রচারের আলো যেমন সেলেবদের ঘিরে রাখে, তেমনই থাকে সেই আলোর পাশে থাকা অন্ধকারও৷ সে অন্ধকারে পা রেখে দিশাহীন হয়েই আত্মহননের পথ বেছে নেন তাঁরা৷
মন্তব্য চালু নেই