দিল্লিতে পুলিশকর্মীর গাড়ির ধাক্কায় মৃত তিন মহিলা

দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টরের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হল তিন মহিলার।ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির বাদরপুর এলাকায়। গ্রেফতার করা হয়েছে ওই ইন্সপেক্টরকে।

পুলিশ সূত্রে খবর, ওই সাব-ইন্সপেক্টরের নাম ঋষি পাল। তিনি পুলিশ হেডকোয়ার্টারে পিসিআর কম্যান্ড পদে ছিলেন। মঙ্গলবার অর্থাত ঘটনার দিন চালকের আসনে ছিলেন তিনি। জানা গিয়েছে, ঋষি নাইট ডিউটি করে ফিরছিলেন। সেইসময় মেহরাউলি-বাদরপুর রোডের কাছে ছয়জন সাফাই কর্মী রাস্তা পরিষ্কার করছিলেন। ঋষির গাড়ি খুব দ্রুতগতিতে এসে তাঁদের পিষে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই মারা যান তিন মহিলা। বাকিরা আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, অনিচ্ছাকৃত খুনের দায়ে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (এ) ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মৃতদের পরিচয় জানতে পারা গিয়েছে- শকুন্তলা(৫৫), মীরা(৫০) এবং মায়া(২৮)।

পুলিশের অনুমান, নাইট ডিউটি করে ফেরার কারণে ঝিমুনিভাব এসে গিয়েছিল তাঁর। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েই তিনি ধাক্কা মারেন বলে মনে করছে পুলিশ।

প্রসঙ্গত, দিল্লিতে এক মহিলাকে ইট ছুঁড়ে আঘাত করায় অভিযুক্ত পদচ্যুত পুলিশকর্মীকে গ্রেফতার করার পরদিনই এই ঘটনা ঘটল দিল্লিতে।



মন্তব্য চালু নেই