দায়িত্ব গ্রহণ করলেন মাগুরার নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান

মাগুরা প্রতিনিধি ॥ নানা আয়োজনের মধ্যদিয়ে মাগুরা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু আজ বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন। দুপুর ২টায় জেলা পরিষদের প্রাক্তন প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত থেকে তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ দায়িত্ব বুঝে দেন।
দায়িত্ব গ্রহণের পুর্বে মাগুরা শহরের নোমানী ময়দানে সকালে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান পংকজ কুন্ডুকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল-মাহমুদ স্বপন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আলহাজ্ব গোলাম মওলা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা,শফিকুজ্জামান বাচ্চ, শাখারুল ইসলাম শাকিল প্রমুখ। সংবর্ধনা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের নোমানী ময়দান থেকে পায়ে হেটে ১ কিলোমিটার দুরে জেলা পরিষদ কার্যালয়ে যান।
এদিকে হাসি মুখে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের এ বিষয়টিকে ইতিবাচক হিসাবে নিয়েছেন জেলা আওয়ামীলগের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই তাদের প্রতিক্রিয়ায় জানান, ক্ষমতা হস্তান্তরের বিষয়টি প্রকৃত অর্থেই এরকমই হওয়া উচিত।



মন্তব্য চালু নেই