দায়িত্ব অবহেলা নোয়াখালীর সেনবাগে তিন পুলিশ সদস্য ক্লোজ

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : দায়িত্ব অবহেলার কারণে বুধবার রাতে নোয়াখালীর সেনবাগ থানার এক উপ-পরিদর্শক (এসআই) সহ তিন পুলিশ সদস্যকে সাময়িক ক্লোজ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে উপজেলার বালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে আইয়ুব আলী ও তার ভাবী বিবি নূর জাহানকে আটক করে পুলিশ।

এসময় তাদের উভয়ের কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্তদের থানায় নিয়ে আসা হয়। পর ওইদিন বিকেলে সেনবাগ থানার এসআই রফিকুল ইসলাম, কনস্টেবল আব্দুল মান্নান ও তানিয়া আক্তারের হেফাজতে দন্ডপ্রাপ্তদের কারগারে প্রেরনের জন্য নেওয়ার পথে থানার গেইট থেকে আসামী আইয়ুব নবী পালিয়ে যায়।

পরে এ ঘটনা দায়িত্বরত তিন পুলিশকে তাদের দায়িত্ব অবহেলার কারণে ঘটেছে বলে উর্ধ্বতন কর্তৃপক্ষ সাময়িক বহিস্কার করে পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই