দাড়ি রাখা ভালো না খারাপ: মাইক্রোবায়োলজি দৃষ্টিকোণ থেকে ?
আজিজুর রহমান শামীম: দাড়ি রাখা ভালো না খারাপ এটা নিয়ে লন্ডনে আমার পি এইচ ডি সুপারভাইজার এবং বিবিসির যৌথ গবেষণার ফলাফল প্রকাশিত হল বিবিসি নিউজে। যাদের পুরো পড়ার সময় নাই তাদের জন্য সার সংক্ষেপ হলোঃ
দাড়িতে ভালো-খারাপ দুই প্রকারের ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। এক প্রকারের ব্যাকটেরিয়া ক্ষতিকারক, কিন্তু আরও কিছু ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে যা জীবাণু প্রতিরোধী উপাদান তৈরি করে। মনে করা হচ্ছে এই ভালো জীবাণুগুলো, দাড়িতে থাকা খারাপ জিবাণুগুলোর বংশবিস্তার প্রতিহত করে। এটা আশা করা হচ্ছে দাড়িতে থাকা ব্যাকটেরিয়া থেকেই হয়ত নতুন কোন অ্যান্টিবায়োটিক পাওয়া যেতে পারে।
তবে আমার মতো যারা নিয়মিত শেইভ করেন, তাদের জন্য সুসংবাদ নেই। বরং শেইভ করা গাল দেখতে সুন্দর লাগলেও, তাতেই পাওয়া গেছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস নামের ভয়ংকর একটি জীবাণু, যার কারণে প্রতি বছর বহু মানুষের মৃত্যু ঘটে। সূত্রঃ বিবিসি
মন্তব্য চালু নেই