দারুস সালামে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দারুস সালামে বিজি অলটেক্স নামের ওই পোশাক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পরিদর্শক মো. মাহমুদ জানান, রাত পৌনে ১টার দিকে ওই ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে দুটি ফ্লোরের বেশ কিছু সরঞ্জাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।
মন্তব্য চালু নেই