সোনার দাম ভরিতে কমলো দেড় হাজার টাকা

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় বাংলাদেশেও কমল সোনার দাম।

প্রতি ভরিতে সর্বোচ্চ দেড় হাজার টাকা কমেছে বলে রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হবে বলে।

বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। এর আগে গত ২৬ জুন ভরিতে সোনার দাম এক হাজার ২২৪ টাকা বাড়ানো হয়েছিল।



মন্তব্য চালু নেই