দাবদাহ থাকবে আরো দু-এক দিন
দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে চৈত্র্যের দাবদাহ। এর মধ্যে পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আর ঢাকা, রংপুর বিভাগে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। একই অবস্থা রাজশাহী ও খুলনা বিভাগেও।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সহসা এই দাবদাহ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। কারণ অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ‘এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে’।
যদিও পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য চালু নেই