দাউদ ইব্রাহিমের সহযোগী মার্চেন্টকে ৫৪ ধারা থেকে অব্যাহতি
ভারতের ডন দাউদ ইব্রাহিমের সহযোগী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম একেএম মঈনউদ্দিন সিদ্দিকী তাকে অব্যাহতি দেন।
এর আগে তদন্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাকে অব্যাহতি দেন।
উল্লেখ্য, ভারতের খ্যাতিমান সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যা মামলায় দণ্ডিত দাউদ মার্চেন্টকে ২০০৯ সালের ২৭ মে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ গ্রেফতার করে ডিবি। তখন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর ২০১৪ সালের ১৯ নভেম্বর দাউদ মার্চেন্ট জামিন পান। ওই বছরের ১ ডিসেম্বর সন্ধ্যায় তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
আবার ওই রাতেই তাকে ৫৪ ধারায় ফের গ্রেফতার করে ডিবি। এরপর থেকে দাউদ মার্চেন্ট ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
মন্তব্য চালু নেই