দাউদকান্দিতে ‘সৃষ্টি’র ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পূনর্গঠিত
১২ আগস্ট বুধবার সন্ধ্যায় এক সাধারণ সভায় দাউদকান্দির সুপরিচিত সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠন ‘সৃষ্টি’র ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ’১৫-’১৭ পূনর্গঠিত হয়।
উপজেলার গৌরীপুরের হাবিবুল্লাহ প্লাজার নিচ তলায় ‘সৃষ্টি’ সংগঠনের সাবেক সভাপতি ও কমিটি পূনর্গঠনের আহ্বায়ক কৃষিবিদ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মোঃ শাহআলমের উপস্থিতে এই ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পূনর্গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটির সভাপতি নির্বাচিত হন কবি, কলামিস্ট, সংগঠক ও ‘সৃষ্টি’র প্রতিষ্ঠাতা মো. আলী আশরাফ খান; সহ-সভাপতি, ডা. গোলাম মোস্তফা, সহ-সভাপতি আবু তাহের টিটু, সহ-সভাপতি মুহাম্মদ সুমন সরকার, সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন; সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন, তিতাস উপজেলা সুনামধন্য শিক্ষক আব্দুল হালিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইংলিশ ট্রেইনার মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহসীন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির উদ্দিন; সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন, আল-ফাতাহ ইসলামি একাডেমির অধ্যক্ষ মোঃ শাহ আলম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মোল্লা; অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন, রোটারীয়ান ডা. মোঃ শফিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক ডা. মোঃ নজরুল ইসলাম; দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন, দ্বীন ইসলাম রাজু; প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ মজিবুর রহমান;
সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস.এম মিজান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুয়াজ্জেম হোসেন; সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হন, রতন চন্দ্র দেবনাথ, সহ-সাহিত্য সম্পাদক মোঃ আলী আজম মাস্টার; সমাজকল্যাণ পদে নির্বাচিত হন, মোঃ শওকত হোসেন টুলু, সহ-সমাজকল্যাণ সম্পাদক উৎপেলেন্দু দাস; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন রোটারীয়ান ডা. মোঃ মোজাম্মেল হক; শিক্ষা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মোস্তফা কামাল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম; ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন হাফেজ মো বিল্লাল হোসেন; আইটি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন ইঞ্জি. মোঃ শফিউল বাশার সুমন; ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন প্রহল্লাদ কর্মকার; মহিলা সম্পাদক পদে নির্বাচিত হন শাহনেওয়াজ হক বেবী, সহ-মহিলা সম্পাদক হামিদা শারমীন; কার্যকরী সদস্য পদ পান, মেরিনা আক্তার ও মহিদুল হক।
মন্তব্য চালু নেই