দশম কেন, একাদশ কবে?

বিএনপি নির্বাচনে অংশ কেন নেয়নি ও ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়েও জানতে চেয়েছেন মার্কিন সহকারী সেক্রেটারি এবং আগামী সংসদ নির্বাচন কবে তা বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের কাছে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল। তার এমন কথার জবাবে সঠিক সময়েই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন রওশন এরশাদ।

শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতার গুলশান-২ এর বাসায় এক সৌজন্য সাক্ষাৎকালে নিশা ও রওশনের মধ্যে এ কথপোকথন হয়।

বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তবে নিশা দেশাই এসব বিষয় নিয়ে নেতিকবাচক কোনো মন্তব্য করেননি। তিনি সব ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।

বিকেল সোয়া ৫টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই বৈঠক।

নিশাকে রওশন জানান, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খুব অস্থিতিশীল হয়ে যেত। তাই সে সময় নির্বাচনের প্রয়োজন ছিল। ‍বিএনপি নির্বাচনে না গিয়ে রাজনৈতিকভাবে ভুল করেছে বলেও জানান রওশন।

এ সময় নিশা দিশাইয়ের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাও উপস্থিত ছিলেন।

অপরদিকে জাতীয় পার্টির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম ও বিরোধী দলীর নেতার রাজনৈতিক সচিব সেলিম মশি প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই