দলীয় নয় ‘ব্যক্তিগতভাবে’ প্রার্থী হচ্ছেন ববি হাজ্জাজ

ঢাকা সিটি নির্বাচনে উত্তরের মেয়র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির পক্ষ থেকে নয় ব্যক্তিগতভাবে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ।

শনিবার দুপুরে বনানীর ড্যাটকো ভবনে উত্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ববি বলেন, ‘নির্দলীয় হিসেবে নিজেকে মেয়র পদে ঘোষণা করছি। দুইটি কারণে মেয়র প্রার্থী হতে চাচ্ছি। একটি হলো- এটি একটি নির্দলীয় নির্বাচন যেখানে দলে কোনো জায়গা নেই। দ্বিতীয় কারণ হচ্ছে- আমি ঢাকায় জন্মেছি ঢাকার বাসিন্দা।’

‘মেয়র প্রার্থী হিসেবে দাঁড়ালে দলের কোনো ক্ষতি হবে না’ উল্লেখ করে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতির পরে দল, দলের ভেতর কোনো কোন্দাল হোক আমি তা চাই না। চেয়ারম্যান এরশাদ যে সিদ্ধান্ত দিয়েছেন আপনারা তার বাইরে যাবেন না। আমি দলীয় নয়, ব্যক্তিগতভাবে দাঁড়িয়েছি। আমি কারো প্রতিপক্ষ হিসেবে কিছু করছিও না। মেয়র প্রার্থী হলে অফিসিয়ালভাবে কোনো দ্বন্দ্ব হবে তাও দেখছি না।’

এরশাদের আশির্বাদ আছে এবং ভবিষ্যতেও থাকেবে উল্লেখ ববি বলেন, ‘রাজনীতির বাইরে কিছু করলে তার আশির্বাদ সব সময় আছে, আগামীতেও থাকবে।’
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মওলা, জাপার সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক ছাত্র সমাজের নেতা হুমায়ুন কবির হুমুসহ ঢাকা জেলার বিভিন্ন থানার সভাপতি ও সম্পাদকরা।



মন্তব্য চালু নেই