দরকার ১৩৬, গেইল একাই ৯২!

গত দুই ম্যাচের রানখরা কাটিয়ে অবশেষে স্বরূপে হাজির হলেন টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। চিটাগাং ভাইকিংস-এর দেয়া ১৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে তিনি একাই করলেন ৯২।

৪৭ বলের সংক্ষিপ্ত এ ইনিংসে বোলারদের নাকের পানি আর চোখের জল এক করে মারেন ৬টি চার ও ৯টি বিশাল ছক্কা। তারঁ এ অতি দানবীয় ইনিংসের ওপর ভর করে বরিশাল বুলস জয় পায় ৮ উইকেটের। ইনিংসের ৩০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চার-ছক্কার ঝড় তুলে এদিন সেরা খেলোয়াড়ের তকমাটাও জিতে নেন বাঁ-হাতি এ ক্যারিবিয়ান ‘দানব’। টার্গেটটা আর একটু বড় হলে হয়তো আজ নিজের ঘোষণা দেয়া সেই সেঞ্চুরিটাও পেয়ে যেতেন টি-২০ ক্রিকেটের এ মহাতারকা।

এর আগে টসে জিতে চিটাগাং ভাইকিংস-কে ব্যাটিং-এ পাঠান বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভার থেকে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে তারা।



মন্তব্য চালু নেই